ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

জাতীয়

খুলনায় নদীতে মিলল হাত-পা বাঁধা যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
খুলনায় নদীতে মিলল হাত-পা বাঁধা যুবকের মরদেহ ছবি: প্রতীকী

খুলনা: খুলনার রূপসার আলাইপুর এলাকায় আঠারোবাঁকি নদীর চর থেকে হাত-পা বাঁধা ও ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে মরদেহটির খবর পাই।

পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওই যুবকের হাত-পা বাঁধা ও ফাঁস দেওয়া অবস্থায় ছিল।

তিনি আরও জানান, তার পরিচয় জানার জন্য পিবিআই ও সিআইডি কাজ করছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

এলাকাবাসী জানায়, মরদেহের পাশে হলুদ রঙের একজোড়া স্যান্ডেল (বার্মিজ) ও নীল রঙের লুঙ্গির কাপড় পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।