খুলনা: খুলনার রূপসার আলাইপুর এলাকায় আঠারোবাঁকি নদীর চর থেকে হাত-পা বাঁধা ও ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে মরদেহটির খবর পাই।
তিনি আরও জানান, তার পরিচয় জানার জন্য পিবিআই ও সিআইডি কাজ করছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
এলাকাবাসী জানায়, মরদেহের পাশে হলুদ রঙের একজোড়া স্যান্ডেল (বার্মিজ) ও নীল রঙের লুঙ্গির কাপড় পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এমআরএম/আরবি