ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, নভেম্বর ১৩, ২০২৩
প্রধানমন্ত্রীর জনসভাস্থল কানায় কানায় পূর্ণ খুলনায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে প্রধানমন্ত্রীর জনসভাস্থল

খুলনা: খুলনা সার্কিট হাউজ মাঠে সোমবার (১৩ নভেম্বর) বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা থাকলেও দুপুর ১টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকে বাসে-ট্রাকে এবং পায়ে হেঁটে জনসভাস্থলে আসছেন।

নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সভাস্থল।

দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীরা দলীয় স্লোগানের পাশাপাশি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ধ্বনি করছেন। ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীরা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন।

সড়ক, রেল ও নৌপথে খুলনা বিভাগের ১০ জেলা এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা থেকেও এসেছেন অসংখ্য নেতাকর্মী। লোকজন আসার সুবিধার্থে রূপসা ঘাট ও জেলখানা ঘাটে ১০টি ফেরী চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষণ দেখা ও শোনার সুবিধার জন্য খুনার শহরের ২৮টি পয়েন্টে এলইডি মনিটর স্থাপন করা হয়েছে। মাইক দেওয়া হয়েছে জনসভাস্থলের পার্শ্ববর্তী ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে। প্রধানমন্ত্রী ও জনসভার নিরাপত্তায় দায়িত্ব পালন করছে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, নৌপুলিশ ও আনসার বাহিনীর কয়েক হাজার সদস্য।

জনসভাটি স্মরণকালের স্মরণীয় জনসভায় রূপ নেবে বলে আশা করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

খুলনা মহানগর যুবলীগ নেতা শেখ মাসুম বাংলানিউজকে বলেন, বাংলাদেশকে বদলে দেওয়া উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুকন্যাকে স্বচক্ষে একনজর দেখতে লাখ লাখ মানুষ ছুটে আসছেন। দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে গেছে সার্কিট হাউজ মাঠ।

জনসভায় সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমইউএম/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।