ঢাকা: দ্বিতীয়বারের মতো দেশের পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)-২০২৪ কার্যনির্বাহী কমিটির কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট তানভীর আহমেদ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০৩ সালে ছাত্র জীবনে তানভীর আহমেদ সাপ্তাহিক নওয়াপাড়া পত্রিকার মধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তার গ্রামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া (পাঁচকবর) গ্রামে।
সাংবাদিকতা পেশায় তিনি সাপ্তাহিক নওয়াপাড়া, দৈনিক গ্রামের কাগজ, শীর্ষ নিউজ ডটকম, বার্তা২৪ডটকম, বাংলামেইল২৪ডটকম, ভোরের কাগজ, ঢাকা মেইলে কাজ করেছেন। এখন তিনি কাজ করছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমে, সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে।
এর আগে ২০২২-২০২৩ সালের নির্বাচনে তানভীর আহমেদ ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
টিএ/এমজে