ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় চালক নিহত প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের চাপায় হামিদ মিয়া (৩৩) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (১লা জানুয়ারি) সকালে উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হামিদ মিয়া মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত মফিজুলের ছেলে।  আহতরা হলেন- একই এলাকার রিপন আহমেদ (২৪) ও রনি মিয়া (২০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, একটি অটোরিকশা মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে আসছিল।

জগদীশপুর তেমুনিয়ায় এসে অটোরিকশাটির চালক হঠাৎ তার নির্দিষ্ট লেন থেকে সরে যান এবং গাড়ি থেকে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশাটি উল্টে গেলে যাত্রী রিপন ও রনি আহত হন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।