ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত

রাজশাহী: রাজশাহীর চারঘাটে ট্রাকের ধাক্কায় রেজিয়া বেগম (৩৫) নামে এক নারী ভ্যানযাত্রী নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দাবাউসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে চারঘাট উপজেলার ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রেজিয়া বেগম নিজ বাড়ি থেকে স্বামীর ভ্যানে অসুস্থ বৃদ্ধ বাবা নইমুদ্দিনকে দেখতে বাসুদেবপুর গ্রামে যাচ্ছিলেন। ফুলতলা পৌঁছালে গুড় বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

জানতে চাইলে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। ট্রাকটি আটক আছে।

চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।