ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিগন্যাল না মেনে যুবকের ওপর ট্রাক তুলে দিলেন চালক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
সিগন্যাল না মেনে যুবকের ওপর ট্রাক তুলে দিলেন চালক তারেক আহমদ মোহন

সিলেট: সিগন্যাল না মেনে যুবকের ওপর ট্রাক চালিয়ে দিলেন চালক। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন তারেক আহমদ মোহন (২৫) নামের এক যুবক।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাদাঘাট-বিমানবন্দর সড়কে এসএমপির জালালাবাদ থানাধীন নতুনবাজার চামাউরাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. তারেক আহমদ মোহন জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। তিনি প্রবাসে ছিলেন। এলাকায় ফুটবলার হিসেবে তার খ্যাতি রয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে একটি কাজে নতুনবাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দি যান। ঘটনার সময় বাদাঘাট-বিমানবন্দর সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় বাদাঘাটের দিক থেকে আসা বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক আসতে দেখে চালককে হাত দিয়ে ধীরে যেতে ইশারা দেন। কিন্তু ট্রাকচালক গতি না কমিয়ে উল্টো সোজা তার ওপর দিয়েই গাড়িটি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তারেক মারা যান।

পরে স্থানীয় ট্রাকটিকে আটকালে জালালাবাদ থানাপুলিশ এসে মরদেহ উদ্ধার ও চালককে আটক করে।  

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আবুল হোসেন নামের ট্রাকচালককে আটক করেছে পুলিশ। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার মংলীপাড় এলাকার আব্দুল বারেকের ছেলে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।