ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল দুজনের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
সিলেটে পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল দুজনের

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে পাওয়ার টিলার উল্টে চালক রাজু আহমদ (২৬) ও হেলপার হালিম উদ্দিন (১৫) নামে দুজন নিহত হয়েছেন।  

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকালে পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে জমিতে হালচাষ করতে যান তারা। হালচাষ শেষে রাস্তা পারাপারের সময় পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক রাজু আহমদ ও হেলপার হালিম উদ্দিন নিহত হন।

নিহত রাজু তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে ও হালিম উদ্দিন চিরুরপাড় গ্রামের আব্দুর রহিমের ছেলে।  

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।