ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহগনি বাগানে পড়েছিল ভ্যানচালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
মেহগনি বাগানে পড়েছিল ভ্যানচালকের মরদেহ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার গজারিয়া এলাকায় একটি মেহগনি বাগান থেকে মো. হারুন-অর-রশীদ (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত হারুন একই জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দুলার ডাঙ্গী এলাকার মোক্কাদেছ শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল ফারুক রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ভ্যানচালককে হত্যা করে মেহগনি বাগানে ফেলে ভ্যান ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।  

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।