ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে দুই বাইকের সংঘর্ষ, প্রাণ গেল গ্রাফিক ডিজাইনারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
পলাশবাড়ীতে দুই বাইকের সংঘর্ষ, প্রাণ গেল গ্রাফিক ডিজাইনারের স্বদেশ চন্দ্র

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামে এক গ্রাফিক ডিজাইনার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রংপুর ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্বদেশ উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুদেব চন্দ্র-তপতী রাণী দম্পতির ছেলে। বাবা সুদেব চন্দ্র এক বছর আগে মারা গেছেন হৃদরোগে।  

স্বদেশ চন্দ্র রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইনে সম্প্রতি পড়ালেখা শেষ করেছেন।

নিহতের মামা বিদূষ রায় জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ওষুধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ। পথে বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী একটি বাইকের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন স্বদেশ। তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান স্বদেশ।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্বদেশের মরদেহ রংপুর থেকে সকাল ৯টার দিকে পলাশবাড়ীতে পৌঁছার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।