ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

চিড়িয়াখানায় মানুষের ঢল, হারিয়ে গেল ৯১ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
চিড়িয়াখানায় মানুষের ঢল, হারিয়ে গেল ৯১ জন

ঢাকা: ঈদের দ্বিতীয় দিনে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। এদিন চিড়িয়াখানায় ঘুরতে এসে স্বজনদের থেকে হারিয়ে যায় ৯১ জন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে চিড়িয়াখানার কিউরেটর মো. মুজিবুর রহমার এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

কিউরেটর মুজিবুর জানান, ঈদের দিন চিড়িয়াখানায় ঘুরতে এসে হারিয়েছিল ৩৬ জন। ঈদের দ্বিতীয় দিন দুই লাখের বেশি দর্শনার্থী এসেছে। স্বাভাবিকভাবে আজকেও হারাবার সংখ্যা বেশি হবে। আজকে মোট হারিয়েছে ৯১ জন। চিড়িয়াখানায় ঘুরতে এসে হারালেও সবাইকে খুঁজে পাওয়া যায়। চিড়িয়াখানা প্রবেশপথে তথ্যকেন্দ্রে এসে জানালেই মাইকে হারানো ব্যক্তির নাম মাইকে ঘোষণা করা হয়। হারিয়ে যাওয়া দর্শনার্থীর স্বজনেরা এখানে অপেক্ষা করেন। পরবর্তীতে হারিয়ে যা ওরা ব্যক্তিরা এখানে এসে যোগাযোগ করে তাদের স্বজনদের সাথে।  

জাতীয় চিড়িয়াখানার তথ্য সহকারী আহাদুল ইসলাম টিপু জানান, জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসে হারিয়ে যাওয়ার সর্বশেষ সংখ্যা হলো ৯১ জন। কল্যাণপুর থেকে আশা দর্শনার্থী রিয়া আক্তার হারিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।