ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বনানীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ৮, ২০২৪
বনানীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় রিয়াজুল ইসলাম (২৭) নামে এক যুবক মারা গেছেন। নিহত যুবক একটি দোকানের কর্মচারী ছিলেন।

বুধবার (৮ মে) সকাল ৯টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মালবাহী ট্রেনের ধাক্কায় বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে রিয়াজুল ইসলাম নামে এক যুবক মারা যান। তিনি একটি থাই গ্লাসের দোকানের কর্মচারী ছিলেন।  

রিয়াজ যশোরের কেশবপুর উপজেলার দশ কাহনিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তার মৃতদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।