ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

পান্না কায়সারের ৭৫তম জন্মদিন উদযাপন করল খেলাঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৫, ২০২৪
পান্না কায়সারের ৭৫তম জন্মদিন উদযাপন করল খেলাঘর

ঢাকা: গান, কবিতা, নৃত্য, স্মৃতিচারণসহ নানা আয়োজনে শহীদ জায়া ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত অধ্যাপক পান্না কায়সারের ৭৫তম জন্মদিন উদযাপন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

শনিবার (২৫ মে) তার স্মৃতি বিজড়িত ১৬ নিউ ইস্কাটনের বাসভবনে খেলাঘরের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

 

ঢাকা মহানগরীর বিভিন্ন শাখা আসর থেকে আসা শিশু-কিশোর, সংগঠক, শুভানুধ্যায়ী, বন্ধু, পরিবারের মিলনমেলায় গান, কবিতা, স্মৃতিচারণের মাধ্যমে পালিত হয় খেলাঘরের সাবেক সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের জন্মদিন।  

এ সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মেয়ে শমী কায়সার, ছেলে অমিতাভ কায়সার ও পরিবারের অন্য সদস্যরা।  

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, হান্নান চৌধুরী, মামুন মোরশেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, হাফিজুর রহমান মিন্টু, নসরু কামাল খান, আব্দুল মান্নান, সুজন মজুমদার, সদস্য বিমান বিশ্বাস, আশরাফ খোকন, সীমা রানী ঘোষ, সামিনা জাহান, জাতীয় পরিষদ সদস্য রফিকুজ্জামান নয়ন, মো. আদেল, রুমা রানী ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ২৫, ২০২৪
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।