ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার এক বছর, দোষীদের শাস্তি দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
সাংবাদিক নাদিম হত্যার এক বছর, দোষীদের শাস্তি দাবি

জামালপুর: জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক। এ সময় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

 

শনিবার (১৫ জুন) বেলা ১১টায় পৌর শহরের শহীদ হারুন সড়কে প্রেসক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- সাংবাদিক নেতা জাহাঙ্গীর সেলিম, এম সুলতান আলম, আব্দুল আজিজ, সাঈদ পারভেজ তুহিন, রাজন্য রুহানি, ময়না আকন্দ, সাইমুম সাব্বির শোভন ও সাগর ফরাজী।  

বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা চলছে। আসামিরা একের পর এক জামিনে বেরিয়ে নিহত সাংবাদিক পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ অবস্থায় মামলার দ্বিতীয় আসামি বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতকে গ্রেপ্তার করাসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন বক্তারা।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।