ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: বকেয়া পরিশোধ ও লে-অফ প্রত্যাহার করে কারখানা চালুর দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছেন ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা।

শনিবার (১৫ জুন) সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় সকাল থেকে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন।

তবে এ রিপোর্ট লেখার সময় তারা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছেন।

কারখানার শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৫ মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণা করে ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ওই ৫ মাসের বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। একপর্যায়ে বিকেলে শ্রমিকরা গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সবশেষ বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনেই অবস্থান করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, বকেয়া-বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে। তবে তারা মহাসড়ক অবরোধ করেনি। গাজীপুর- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
আরএস/এমজে/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।