ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সিলেট: সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে অজিত সরকার নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলার বানাইয়া হাওরে মাছ ধরতে গেলে তার খোঁজ পায়নি।



তিনি পেশায় মৎস্যজীবী অজিত উপজেলার সাদিপুর ইউপির চার নম্বর ওয়ার্ডের লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে।

সাদিপুর ইউপির চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অভিন্দ্র সূত্রধর অজিত সরকারের নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে নৌকা নিয়ে বানাইয়া হাওরে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অজিতের ছাতা ও নৌকার বৈঠা পাওয়া গেলেও নৌকা ও তিনি এখনো নিখোঁজ রয়েছেন।  

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বাংলানিউজকে বলেন, জেলে নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিকেল পৌনে ৫টা পর্যন্ত ওই জেলের কোনো খোঁজ মেলেনি।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এনইউ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।