ঢাকা, বৃহস্পতিবার, ৬ আষাঢ় ১৪৩১, ২০ জুন ২০২৪, ১২ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাড়ির চাপ কম, ফাঁকা হচ্ছে সিরাজগঞ্জের মহাসড়কগুলো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
গাড়ির চাপ কম, ফাঁকা হচ্ছে সিরাজগঞ্জের মহাসড়কগুলো

সিরাজগঞ্জ: জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কসহ সব রুটে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। ধীরে ধীরে ফাঁকা হচ্ছে জেলার মহাসড়কগুলো।

শনিবার (১৫ জুন) বিকেল থেকে এ জেলার মহাসড়কে গাড়ির চাপ কমতে থাকে।

এরআগে, সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যায় জেলার সব মহাসড়কে। দূরপাল্লার বড় বাস ছাড়াও মিনিবাস, পিকআপ, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও বাইকে চেপে ঘরে ফিরতে দেখা যায় হাজার হাজার মানুষকে। তবে কোথাও যানজট বা ধীরগতি সৃষ্টি হয়নি। বিকেল থেকে যানবাহনের চাপ অনেকটা কমতে থাকে। স্বাভাবিক হতে থাকে জেলার সব মহাসড়ক।  

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাফর উল্লাহ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়ির ব্যাপক চাপ ছিল। বিকেল থেকে মহাসড়কে গাড়ির পরিমাণ কমতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে গাড়ির সংখ্যা একেবারেই কমে যায়। স্বাভাবিক দিনের মতো দু-একটা করে গাড়ি চলাচল করছে। এরপর আর গাড়ির চাপ বাড়ার সম্ভাবনা নেই বলে।

এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত শান্তিপূর্ণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।