ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

হরিরামপুরে সাপের দংশনে কৃষকের মৃত্যু, ‘রাসেলস ভাইপার’ সন্দেহ স্থানীয়দের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জুন ২১, ২০২৪
হরিরামপুরে সাপের দংশনে কৃষকের মৃত্যু, ‘রাসেলস ভাইপার’ সন্দেহ স্থানীয়দের ফাইল ফটো

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মাবতী চরাঞ্চলে রাসেলস ভাইপারের দংশনে হোসেন বেপারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২১ জুন) বিকেলে ওই কৃষককের মৃত্যু হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

 

হোসেন বেপারী উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) এলাকার পরশ বেপারীর ছেলে।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে গরুর জন্য ঘাস কাটার সময় হোসেন বেপারীকে রাসেলস ভাইপার সাপ দংশন করে। পরে চরাঞ্চল থেকে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। মরদেহ তার বাড়িতে আনা হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে আরও এক কৃষককে রাসেলস ভাইপার দংশন করে। আমরা চরাঞ্চলের মানুষ এখন এ বিষধর সাপের আতঙ্কে আছি।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, শুনেছি পদ্মাবতী চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপের দংশনে এক কৃষক মারা গেছে। এর আগেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জুন ২১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।