ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতার মৃত্যু

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে আবদুল মমিন (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।  

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মমিন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন মমিন। সোমবার ভোরেও রেললাইন দিয়ে ব্যায়ামের উদ্দেশে হাঁটতে বের হন তিনি। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেললাইনে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ কর্মীকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাহত।

লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।