ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপিতে আনা হলো ১৩ পুলিশ সুপারকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
ডিএমপিতে আনা হলো ১৩ পুলিশ সুপারকে

ঢাকা: বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ১৭ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

 

বলদি হওয়া কর্মকর্তারা হলেন—সারদা বিপিএ’র পুলিশ সুপার ফারুক আদমেদকে ডিএমপিতে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নোতিপ্রাপ্ত খোন্দোকার নজমুল হাসানকে ডিএমপিতে, এসবির সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নোতিপ্রাপ্ত মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে ডিএমপিতে, পুলিশ স্টাফ কলেজের সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নোতিপ্রাপ্ত সুফিয়ান আহমেদকে ডিএমপিতে, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপিতে, বিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ডিএমপিতে এবং রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলামকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হককে ডিএমপিতে, পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. শাহরিয়ার আলীকে ডিএমপিতে, নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রাহুল কবীর খানকে ডিএমপিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার রওনক জাহানকে ডিএমপিতে, পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার রওনক আলমকে ডিএমপিতে, সুপারনিউমারারি সুলিশ সুপার পদে পদোন্নোতিপ্রাপ্ত মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।