নারায়ণগঞ্জ: আলোচিত ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আবদুর রশিদ জানান, ত্বকী হত্যা মামলায় একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।
একইসঙ্গে ত্বকী হত্যায় গ্রেপ্তার অপর ২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনদিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়া। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে উপস্থিত করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এমআরপি/এমজে