ঢাকা: রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেকমন্ত্রী আসাদুজ্জামান নূরকে রোববার রাতে বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্ৰেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এজেডএস/এসজেএ/জেএইচ