ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে রাইফেল দিয়ে গুলি করা সুলায়মান নোয়াখালীতে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
চট্টগ্রামে রাইফেল দিয়ে গুলি করা সুলায়মান নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় ছাত্র-জনতার ওপর ‘একে-৪৭ সদৃশ’ রাইফেল দিয়ে গুলি করার অভিযোগে সুলায়মান বাদশাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয় বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

এর আগে, বুধবার মধ্যরাতে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে সুলায়মান বাদশাকে গ্রেপ্তার করা হয়। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর একে-৪৭ সদৃশ রাইফেল দিয়ে গুলি করার অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী সুলায়মান বাদশাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।