ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
মুজিবনগরে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক ৫

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৫ জনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

আটকরা হলেন-মুজিবনগর উপজেলা  ছাত্রলীগের (সাবেক)  সভাপতি মহাজনপুর গ্রামের আ. সাত্তারের ছেলে হেলাল উদ্দীন লাভলু, বিশ্বনাথপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুস সালাম, মৃত মকছেদ মণ্ডলের ছেলে বাহালুল ইসলাম, দারিয়াপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম এবং কোমরপুর গ্রামের আলিহিম মন্ডলের ছেলে আজিজুল হক ভটু।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে মুজিবনগর থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে চলতি মাসের ২ তারিখে মুজিবনগর থানায় একটি মামলাটি করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী খোরশেদ আলমের বামনপাড়া বাজারে রফিক কার ওয়াশ ও ভলকানাইজিং ওয়ার্কশপ টাকার প্রয়োজনে বিক্রি করেন। বিষয়টি আসামিরা জানতে পেরে গত চলতি বছরের ৩০ এপ্রিল রাতে মামলায় উল্লেখিত আসামিসহ আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা লোক বিভিন্ন দেশীয় এবং অবৈধ আগ্নেয়াস্ত্রসহ খোরশেদ আলমের বাড়িতে ঢুকে হত্যার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে খোরশেদ আলম তাদের ৫ লাখ টাকা দেন। আসামিরা আরও পাঁচ লাখ টাকা  এক সপ্তাহের মধ্যে পরিশোধের হুমকি দেয়। সে সময় ঘটনার বিষয়ে খোরশেদ আলম মুজিবনগর থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি।  রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় ন্যায় বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় এ মামলা করা হয়েছে।  

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।