ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়ারিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
ওয়ারিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোডের একটি বাসায় চুরি করতে গিয়ে দরজার চিপায় আটকে পড়ে ফারুক (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ওই যুবকের বাড়ি গেণ্ডারিয়ার শাহ সাহেব লেনে। ২৫ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন তিনি। মূলত ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন।  

তিনি আরও জানান, রোববার (৬ অক্টোবর) রাত ১টা থেকে সোমবার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় টিপু সুলতান রোডের একটি পরিত্যক্ত বাড়িতে চুরি করতে গিয়েছিলেন ফারুক। সেখানে দরজার চিপায় আটকে পড়েন তিনি। দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রথমে তার পরিচয় শনাক্ত না হলেও পরে স্থানীয়দের সহায়তায় তার নাম-ঠিকানা জানা যায়। তার বাবার নাম শফিকুল ইসলাম। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই শফিউল আলম।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।