ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

র‌্যাবে আয়না ঘর বলে কিছু নেই: র‌্যাব ডিজি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
র‌্যাবে আয়না ঘর বলে কিছু নেই: র‌্যাব ডিজি

ঢাকা: কাউকে এক স্থান থেকে ধরে নিয়ে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। গুম-খুনে কোনোভাবে জড়াবে না।

র‌্যাবে আয়না ঘর বলে কিছু নেই। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে জড়াবে না র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে র‌্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক যুগান্তরের সিরাজুল ইসলাম এবং তাদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

র‌্যাব ডিজি বলেন, জামিনে যেসব জঙ্গি বের হয়েছে তাদেরকে মনিটর করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। গুম-খুন ফৌজদারি অপরাধ। বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাশ করা হবে না। জড়ানোর কোনো সুযোগ নেই। আইনের মধ্য থেকে কাজ করবে র‌্যাব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতিমধ্যে যোগাযোগ ও পরিদর্শন করেছে। তাদেরকে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী আরও দেওয়া হবে। কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে। গুম-খুনে কোনোভাবে জড়াবে না র‌্যাব।

এ সময় র‌্যাবে আয়না ঘর বলে কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।