ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর হামলা, ৬ বছর পর মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর হামলা, ৬ বছর পর মামলা 

কুষ্টিয়া:  কুষ্টিয়ার আদালত চত্বরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের ওপর হামলায় ঘটনায় মামলা হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেছেন ড. মাহমুদুর রহমান নিজেই।

২০১৮ সালের ২২ জুলাই  কুষ্টিয়ার আদালত চত্বরে ড. মাহমুদুর রহমানের ওপর হামলা হয়।

দীর্ঘ সময় পর বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় কুষ্টিয়া মডেল থানায় এ অভিযোগপত্র জমা দেন ড. মাহমুদুর রহমান। তবে মামলার কাদের আসামি করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কটূক্তি করে বক্তব্যে দেওয়ায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের দায়ের করা মানহানি মামলায় জামিন নিতে ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়ায় আসলে তার ওপরে হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।