ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকার তাঁতীবাজারে ২ দুষ্কৃতকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
পুরান ঢাকার তাঁতীবাজারে  ২ দুষ্কৃতকারী আটক

ঢাকা: রাজধানীর তাঁতীবাজার মন্দির থেকে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।

লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জসিম বলেন, প্রথমে তাদের দুষ্কৃতকারী হিসেবে আটক করা হয়। পরে আমাদের পুলিশের তিনজন সদস্য তাদের জিজ্ঞাসাবাদ করে। তাদের কথাবার্তায় মনে হয়েছে তারা ছিনতাইকারী।

তিনি আরও জানান, তাঁতীবাজারের মন্দিরে চকলেট ও পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এমন সংবাদ পেয়ে আমরা নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করি। পরে জানতে পারি ওই দুষ্কৃতকারীরা আটক হয়েছে। তবে বোমা বিস্ফোরণের এমন কোনো ঘটনা ঘটেনি। আর তাদের কাছে চকলেট বোমা অথবা ককটেল রয়েছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলানিউজের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, আটক হওয়া ওই দুই দুষ্কৃতকারীদের মধ্যে একজনকে পূজা মণ্ডপ লক্ষ্য করে একটি ঢিল ছুঁড়ে মারতে দেখা যায়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।