ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: উপদেষ্টা আরিফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: উপদেষ্টা আরিফ

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, আগের তুলনায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) তাঁতীবাজারে পূজা মণ্ডপে আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল এবং ১৭ নম্বর তাঁতীবাজার পূজা কমিটি আয়োজিত মণ্ডপটি পরিদর্শনকালে একথা বলেন তিনি।

 

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পূজা মণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই৷ নির্ভয়ে উৎসব করুন৷ 

তাঁতীবাজারে পূজা মণ্ডপটি পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান৷ এ সময় তিনি আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন৷ 

আহতদের চিকিৎসায় যাতে কোনো প্রকার অবহেলা করা না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দেন তিনি।  

এর আগে শুক্রবার রাতে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারের মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা। বস্তুটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত চার জন আহত হন। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু (৪৫), সাগর (৩৮), মো. খোকন (৩৫) এবং বৃত্ত (২৬) নামে চারজন আহত হন৷ এ পর্যন্ত ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ 

বাংলাদেশ সময়: ১৩৪৫ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।