ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাপরিকল্পনার আওতায় রেলওয়ের উন্নয়নের কাজ চলছে: রেলপথ সচিব

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
মহাপরিকল্পনার আওতায় রেলওয়ের উন্নয়নের কাজ চলছে: রেলপথ সচিব

পাবনা (ঈশ্বরদী): বর্তমান সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী বলেছেন, রেলে যাত্রীসেবার মান বাড়াতে অবকাঠামো ও উন্নয়নে রেলওয়ের প্রাচীন শহরে 'আধুনিকায়ন ঈশ্বরদী' গড়তে বাংলাদেশ রেলওয়ের একটি মহাপরিকল্পপনা রয়েছে। সেই মহাপরিকল্পনার আওতায় রেলওয়ের উন্নয়নের কাজ চলছে।

এটা অব্যাহত থাকবে।  

শনিবার (১২ অক্টোবর) সকালে ঈশ্বরদী শহরের লোকোমোটিভ ডিজেল কারখানা পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।  

রেলসচিব আবদুল বাকী আরও বলেন, সবসময় মাস্টারপ্ল্যান দেখে উন্নয়ন হয়েছে, এটা বলা যাবে না। অনেকক্ষেত্রে আপনারা দেখেছেন, আমরা কিন্তু মাস্টারপ্ল্যান ফলো করি না। তবে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ঈশ্বরদীতে কীভাবে আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করা যায়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী আরও বলেন, রেলওয়তে লোকবল দরকার ৪৭ হাজার ৫০০ জন সেখানে ২২ হাজার রয়েছে সুতরাং অর্ধেকের কম লোকবল দিয়ে রেলসেবা চলছে। আমরা চেষ্টা করছি, নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, দুই মাস সময় হয়েছে এ সরকারের। জনবল সংকট যত দ্রুত সম্ভব, ধীরে ধীরে ক্রমাগতভাবে সমাধান করা হবে।  

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর দাবি উঠেছে এতদঞ্চল থেকে। সিরাজগঞ্জ থেকে লাভজনক হচ্ছে না। যেহেতু রেলসেবা সরকারি তাই ঈশ্বরদী থেকে ট্রেনটি চলাচল করলে লাভজনক হতে পারে।  

রেলসচিব আরও বলেন, আমাদের একটু সময় দিতে হবে, কারণ আমরা নতুন সরকার। দু-মাস সময় হলো আমরা দায়িত্বে। জন-আকাঙ্ক্ষা বর্তমান সরকার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান থেকে ধারণা নিয়ে আমরা জনগণের কথা শোনার জন্য এগিয়ে আসছি। আমরা জানি, অনেক সমস্যা, বহু দাবি রয়েছে। সব দাবি দাওয়া আমরা রাতারাতি মিটিয়ে ফেলতে পারব সেটা বলছি না। নোট করে নিয়ে যাচ্ছি। এগুলো অগ্রাধিকার ভিত্তিতেই বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেব।  

এসময় উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী আসাদুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ খান, প্রধান পরিবহন কর্মকর্তা আহসান উল্লাহ ভুঁইয়া, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন,পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম সোহান, ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট (এসএস) মহিবুল ইসলাম প্রমুখ।  

পরে ঈশ্বরদী ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো এবং শত বছরের পুরোনো ঈশ্বরদী জংশন রেলস্টেশন পরিদর্শন শেষে পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতরের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কার্যালয় রেল-কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন।

তার আগে শুক্রবার ( ১১ অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতরের অফিসার্স রেস্ট হাউসে ঢাকা থেকে সড়ক পথে এসে রাত্রিযাপন করেন রেলপথ সচিব।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।