ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে নদীতে গোসলে নেমে লাশ হলেন পর্যটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
জাফলংয়ে নদীতে গোসলে নেমে লাশ হলেন পর্যটক

সিলেট: সিলেটের পর্যটন স্পট জাফলংয়ে নদীতে গোসলে নেমে আহমেদ জাওয়াদ (২৫) নামে এক পর্যটক মারা গেছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত আহমেদ জাওয়াদ ময়মনসিংহ জেলা শহরের নাহার রোডের ডাক্তার আফতাব উদ্দিনের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধুদের কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টে বেড়াতে এসে নদীর স্বচ্ছ জলে গোসল করতে নামেন জাওয়াদ। কিন্তু সাঁতার না জানায় স্রোতের টানে জাওয়াদ পানিতে তলিয়ে যান।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল বলেন, পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসা এক পর্যটক গোলস করতে নেমে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সঙ্গীয় বন্ধুদের মাধ্যমে স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।