ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় পাঠানোসহ ১০ দাবি সৌদি ফেরত প্রবাসীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় পাঠানোসহ ১০ দাবি সৌদি ফেরত প্রবাসীদের ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় পাঠানোসহ ১০ দফা দাবি জানিয়েছেন সৌদি ফেরত প্রবাসীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘ভুক্তভোগী সৌদি প্রবাসী’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা অন্তর্বর্তী সরকারের কাছে এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৌদি ফেরত প্রবাসীদের পক্ষে মো. শহিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিল-আন্দোলন নিষিদ্ধ জেনেও আমরা সৌদি আরবে মানববন্ধন ও মিছিল করি। আইন লঙ্ঘনের কারণে সৌদি পুলিশ বিভিন্ন স্থান থেকে আমাদের গ্রেপ্তার করে জেলে পাঠায়। দীর্ঘ ৪১ দিন কারাভোগের পর আমরা দেশে ফেরত আসি।

তিনি আরও বলেন, বিদেশে যেসব প্রবাসীরা গ্রেপ্তার হয়েছিল তাদের পুনর্বাসন ও ডাটা তৈরির ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু দুই মাস অতিবাহিত হলেও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে আমরা প্রেসক্লাবে মানববন্ধন করি। তাতেও কোনো ফল হয়নি। তাই আমরা সরকারের প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাবর আমাদের দাবিসমূহ জানিয়েছি।  

তাদের ১০ দফা দাবি হলো-
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যেসব প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাত্মতা পোষণ করে দেশে ফিরেছেন তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সৌদি ফেরত প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, দেশে ফেরত আসায় হঠাৎ বেকার হয়ে পড়া প্রবাসীদের এককালীন নগদ সহায়তা দিতে হবে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মসংস্থানের তড়িত পদক্ষেপ গ্রহণ করতে হবে, সৌদি আরবসহ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে প্রবাসীবান্ধব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে, প্রবাসে যাওয়ার সময় প্রবাসীদের বিভিন্ন ব্যাংকগুলো সহজ শর্তে তিন কার্যদিবসের মধ্যে কোনো রকম জামিন ছাড়া ঋণ দিতে হবে, বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্টটি বানানো হয় সে পাসপোর্টটি কোনো রকম ভোগান্তি ছাড়া অতিদ্রুত সময়ে সরবরাহ করতে হবে, বিভিন্ন মেডিকেলগুলোতে কোনো কারণ ছাড়া যে মেডিকেল আনফিট দেখানো হয় এ ধরনের মেডিকেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রবাসে যাওয়ার পর সেই প্রবাসী তার কাঙ্ক্ষিত চাকরি পেল কিনা এবং কী ঠিকমতো বেতন পাচ্ছে কিনা দূতাবাস ও কনস্যুলেট নিয়মিত খোঁজখবর নিতে হবে, কোনো প্রবাসী দেশের বাইরে আহত হলে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা ও মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে আনতে হবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সৌদি প্রবাসী আলী নূর, শাহেদ, নিশাদ, মো. আলী, সাংবাদিক সাইফুল, সাংবাদিক মিনাল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet