ঢাকা: রাজধানীর রূপনগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. সাজ্জাদ হোসেন সাগর (২৮) ও মো. শামীম ফকির (২৬)।
শনিবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে মিরপুর রূপনগর হাউজিং জামে মসজিদের পেছনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপনগর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক রূপনগর হাউজিং জামে মসজিদের পেছনে খালপাড় এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রূপনগর থানার টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ সাগর ও শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী চার থেকে পাঁচজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা উক্ত স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে রূপনগর এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সাগরের বিরুদ্ধে রাজধানীর রূপনগর, মিরপুর মডেল ও পল্লবী থানায় ডাকাতি, মাদক ও চুরির আটটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার শামীম ফকিরের বিরুদ্ধে রূপনগর থানায় চুরির মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এজেডএস/আরবি