ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭ মার্চ-১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে সমাবেশে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
৭ মার্চ-১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে সমাবেশে হামলা

ঢাকা: আওয়ামী লীগ ঘোষিত দুই দিবস ৭ মার্চ ও ১৫ আগস্ট (শোক দিবস) বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের অন্তত ২৫ নেতাকর্মী। এ সময় পাশ থেকে ১৫-২০ জন আখ, বাঁশ ও কাঠ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। সংগঠনের লোকদের  পিটিয়ে তাড়িয়ে দেয়। এ সময় সংগঠনটির বেশ কয়েকজন আহত হয়।

ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালীর মুঠোফোনে যোগাযোগ করলে তার পরিচিত হুমায়ুন কবির নামের একজন ফোন ধরেন। তিনি অভিযোগ করে বাংলানিউজকে বলেন, কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে দাঁড়ালে বিএনপি ও জামায়াতের ক্যাডাররা হামলা চালায়। এতে তাদের অনেকে আহত হন। যার মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলাকারীরা যুবদলের নেতাকর্মী ছিল।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।