ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে ইউপি সদস্যদের বহাল রাখতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
জামালপুরে ইউপি সদস্যদের বহাল রাখতে মানববন্ধন

জামালপুর: জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদের সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও উপজলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী উপজেলার ১২টি ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা এ মানববন্ধন করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেননি। তারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণকে সেবা দেন। পরিষদ ভেঙে দিলে ও সদস্যদের অপসারণ করলে, মানুষ সেবা পাবেন না। এ সময় দাবি না মানলে ঢাকা অভিমুখে রওনা হওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।