ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
ডেঙ্গু আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আল আমিন নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

তার সহপাঠী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আল আমিনসহ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল সোমবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। ডুয়েটের প্রশাসন ও সহপাঠীরা আল আমিনের মরদেহ টাঙ্গাইল গ্রামের বাড়ি নিয়ে গেছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।