ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ে চার মহাপরিচালকের দপ্তর রদ বদল করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) এক অফিস আদেশে তাদেরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসানকে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
মহাপরিচালক মোহাম্মদ নূরে আলমকে পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগের মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
আফ্রিকা অনুবিভাগের বর্তমান মহাপরিচালক এ. এফ. এম. জাহিদ-উল- ইসলামকে পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও একই সঙ্গে লিগ্যাল অ্যাফেয়ার্স অনুবিভাগের মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এছাড়া মহাপরিচালক বি. এম. জামাল হোসেনকে আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
টিআর/এসআইএস