ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাবি না মানলে আন্দোলন নিয়মতান্ত্রিক থাকবে না, জানালো ৩৫ প্রত্যাশীরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
দাবি না মানলে আন্দোলন নিয়মতান্ত্রিক থাকবে না, জানালো ৩৫ প্রত্যাশীরা 

ঢাকা: আমরা ঔদ্ধত্য প্রকাশ করতে চাই না, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাওয়ার পরেও যদি কোনো সাড়া না পাই, তখন আমাদের মধ্যে ক্ষোভের জন্ম হয়। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে অন্য আন্দোলনে যেতে বাধ্য হবো।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৫ টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অনশন কর্মসূচিতে একথা বলেছেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা।  

এর আগে, সোমবার (২১ অক্টোবর) সকাল ১১ টা থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা আগেই ঘোষণা দিয়েছিল প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না।  

আন্দোলনকারীদের ডাকে আজকের (২২ অক্টোবর) অবস্থান কর্মসূচির পর শুরু হওয়া অনশন কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের সমন্বয়ক আবু সাঈদ সাদ বলেন, যখন নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাওয়ার পরেও কোনও সাড়া পাই না তখন আমরা বধ্য হয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে যাবো। আমি বিশ্বাস করি, আপনারা কখনো চাইবেন না আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে যাওয়ার চেষ্টা করি।  

সাধারণ শিক্ষার্থীরা বলেন, গত ১২ বছর ধরে আমরা এই এক দাবিই জানিয়ে আসছি। কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। আমরা বেকার, আমাদের কোনো চাকরি, আয় নেই। তবুও আমরা আমাদের দাবি আদায়ে কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। বারবার আন্দোলন করতে আমরা রাজপথে নামতে চাই না। তাই আজ আমরা বলতে চাই, আমরা ৩৫ এর প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরব। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।