ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি ইস্যুতে কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
রাষ্ট্রপতি ইস্যুতে কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক

ঢাকা: রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ করে অনেক রাত পর্যন্ত বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।  

এদিকে আন্দোলনের পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে সামনে। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ও তার আশপাশের এলাকায় কাঁটাতার ও ব্যারিকেড বসিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমইউএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।