ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় দানা: বরিশালে ৫৪১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ঘূর্ণিঝড় দানা: বরিশালে ৫৪১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

বরিশাল: ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। ইতোমধ্যে বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে ৫০০ জন করে মানুষ আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক জানান, ৫৪১ আশ্রয়কেন্দ্রের বাইরে জেলায় অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজসহ ৭৯৮টি এবং ১৫০০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও দুর্যোগকালের জন্য প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রগুলোর পাশাপাশি সেগুলোতে মানুষ আশ্রয় নিতে পারবে।

জেলা প্রশাসক বলেন, আমরা উপজেলা ও জেলা পর্যায়ে আগাম সভা করে ফেলেছি, এখন আমরা আমাদের সক্ষমতা সম্পর্কে অবগত রয়েছি। এক কথায় দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। যে প্রস্তুতির মধ্যে আমাদের হাতে এ মুহূর্তে ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রয়েছে। ত্রাণকাজ পরিচালনার জন্য ৫৬৯ মেট্রিক টন চালও মজুদ রয়েছে। এ ছাড়া শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, আমরা আশা করি, আবহাওয়া পরিস্থিতি বুঝে সাধারণ মানুষ যথাসময়ে আশ্রয়কেন্দ্রে যাবে এবং দুর্যোগকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে বা নদীতে মাছ শিকারে বের হবে না।

জেলা প্রশাসক আরও বলেন, এ মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর, সিপিপি, রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিদ্যুৎ বিভাগের সাথে সভা করেছি। তারা আমাদের তাদের প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন। বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের বিষয়ে আশ্বস্ত করেছে, তারপরও দুর্যোগে কোনো সঞ্চালন লাইনে ক্ষতি সাধন হলে বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর, চার্জার লাইন, মোমবাতিসহ যাবতীয় সরঞ্জাম সেবা দপ্তরগুলোকে সংগ্রহে রাখতে বলা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সচল রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাই নিশ্চয়তা দিয়েছেন।

তিনি বলেন, এ মুহূর্তে সেনাবাহিনী মাঠপর্যায়ে রয়েছে, তাই যে কোনো পরিস্থিতিতে তারাও আমাদের সহযোগিতা করতে পারবে।

সভায় জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, বিগত দিনের মতো এবারেও বরিশাল জেলার ১০ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মেডিকেল টিম গঠিত হয়েছে। যারা দুর্যোগকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। তবে হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।