ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে কর্মচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে কর্মচারীর মৃত্যু

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে রানা(১৭) নামে এক কিশোর খুন হয়েছে। সে একটি জুতার কারখানায় কাজ করতো।

বুধবার (২৩অক্টোবর) রাত সারে  ৮টার দিকে কেরানীগঞ্জ কলাতিয়া একটি জুতার কারখানার সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রানা বরিশাল জেলার উজিরপুর উপজেলার ডাকবাংলা এলাকার মো. আলীর ছেলে। সে কেরানীগঞ্জ কলাতিয়া নিশানবাড়ি এলাকায় ওই জুতার কারখানায় কাজ করতো এবং সেখানেই থাকতো।

নিহত রানার অপর সহকর্মী মো. জিয়াদ হাওলাদার জানান, তারা একসঙ্গে কলাতিয়া বাবর জুতার কারখানায় কাজ করে। বিকেলে কাজ নিয়ে রফিকুল নামে এক সহকর্মীর সঙ্গে রানার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে কারখানার গেটের কিছুটা দূরে রফিকুল, হৃদয়, শাকিল রানার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি রানা রক্তাক্ত অবস্থায় পরে আছে। তখন তাকে দ্রুত কলাতিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কেরানীগঞ্জ থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের গলায় ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।