ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ফেরি-খেয়াঘাট ইজারাদারদের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
বরিশালে ফেরি-খেয়াঘাট ইজারাদারদের জরিমানা

বরিশাল: বাবুগঞ্জ উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায় করা ফেরিঘাট ও খেয়াঘাট ইজারাদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ অক্টোবর) পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা রহমান এসব জরিমানা করেন।

ইউএনও শাকিলা রহমান জানান, বরিশাল-হিজলা সড়কের বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে যানবাহন পারাপারে নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি ভাড়া নেওয়া হয়। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সেখানে অভিযান চালানো হয়। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেয়ে ইজারাদার মেসার্স সিমু এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাবুগঞ্জ বন্দর ও কেদারপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইজারাদার মো. মাসুদ রানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।