ঢাকা: দেশের ১০ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ২ হাজার ৫৩৩ জন ছাত্র চিকিৎসা নিয়েছেন। এখনও ৮৬৭ জন আহত এসব হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
আইএসপিআর জানায়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ঢাকাসহ দেশের অন্যান্য ১০ সিএমএইচে সর্বমোট ২৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসা সেবা নিতে আসেন। এর মধ্যে ৮৬৭ জন আহত বর্তমানে এসব হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন। বাকিরা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন।
সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের সুস্থ করে তোলার গত ১৮ আগস্ট থেকে নিরলস ও আন্তরিকতা নিয়ে সিএমএইচগুলোয় জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমইউএম/এমজে