ঢাকা: ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকালে শটগানের গুলিতে আহত পোশাক শ্রমিক চম্পা খাতুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় আহত মোরশেদা বেগম (৩৫) নামে আরেক শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন।
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান চম্পা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আহত চম্পার পেটে, বুকে ও হাতে শটগানের গুলি বিদ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন তিনি।
গত ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জেনারেশন নিট ফ্যাশন কোম্পানি নামের একটি কারখানার সামনে চম্পা, মোরশেদাসহ তিনজন আহত হন।
আহতরা জানান, দেড় মাস আগে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করে। এতে বিপাকে পড়েন কয়েক হাজার শ্রমিক। এজন্য ওই কারখানাসহ আশপাশের আরও কয়েকটি কারখানার কর্মচারীরা আন্দোলন করছিলেন। তাদের দাবি ছিল, তিন মাসের বেতন ভাতা পরিশোধের।
দাবি আদায়ে ২৩ অক্টোবর সকালে আন্দোলনে নামেন তারা। এসময় পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। তখন ধাওয়া-পাল্টা ধাওয়া হলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হয়। এক পর্যায়ে শটগানের গুলিতে আহত হন চম্পাসহ তিনজন।
চম্পার ভাই মো. স্বপন জানান, তাদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আহম্মেদপুর গ্রামে। চম্পা ওই কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। স্বামী মো. মিঠু ও এক মেয়েকে নিয়ে আশুলিয়া দিয়াখালী এলাকায় থাকতেন তিনি।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০২৪
এজেডএস/এইচএ/