ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে তেলের জাহাজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
চাঁদপুরে তেলের জাহাজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

চাঁদপুর: চাঁদপুরের ডাকাতিয়া নদীতে পদ্মা ডিপোতে তেল আনলোডের প্রস্তুতিকালে সাদিয়া এন্টারপ্রাইজ নামে তেলের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পদ্মা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ মুহাম্মদ লোকমান এ তথ্য নিশ্চিত করেন।

এই কর্মকর্তা জানান, পদ্মা ওয়েল কোম্পানির ডিজিএম আসিফ মালেককে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের কয়লাঘাট পদ্মা অয়েল কোম্পানির ডিপু এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে তেলের জাহাজের ইঞ্জিন কক্ষে জেনারেটর বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহাজে থাকা ছয় কর্মচারী অগ্নিদগ্ধ হন। এর মধ্যে গোলাপ নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও কোস্টগার্ড যৌথভাবে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই জাহাজে সাড়ে ৭ লাখ ৭৮ হাজার লিটার পেট্রোল ও ডিজেল ছিল।

** ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।