ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকার একটি বাসায় আগুনে তিনজন দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ঢাকার একটি বাসায় আগুনে তিনজন দগ্ধ

ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন হাসপাতাল পুলিশের একদিন সূত্র।

গতরাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত ওই ভবনে এই দুর্ঘটনা ঘটে।  

দগ্ধরা হলেন, তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।

দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ওই ভবনের সাত তলায় থাকেন তুষার। আর ছয় তলায় থাকেন জামাল। আর জামিল থাকেন জুরাইন বাগানবাড়ি এলাকায়।

তিনি জানান, গতরাতে সাত তলায় তুষারের বাসায় গিয়েছিলেন জামাল এবং জামিল। সেখানে তারা আড্ডা দিচ্ছিলেন। পরে সেখানে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীরে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।  

দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে তাদেরকে দেখতে পান দিপু। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে এবং তারা দগ্ধ হয়েছেন।

জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। জামিলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। যে বাসায় দুর্ঘটনা সেখানে এর আগেও মাঝেমধ্যেই যেতেন জামিল। তবে গতরাতে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ পুড়ে গেছে।  

তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।