ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ভেজাল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
রাঙামাটিতে ভেজাল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

রাঙামাটি: রাঙামাটিতে ভেজাল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

 

সেমিনারে ডিসি বলেন, সচেতন না হওয়া পর্যন্ত আমরা ভোক্তা অধিকার সম্পর্কে জানতে পারব না। এজন্য জানার আগ্রহ থাকতে হবে, জানার চেষ্টা করতে হবে। কারণ দিন শেষে আমরা সবাই ভোক্তা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, ভোক্তা অধিকার সংরক্ষণ রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ অন্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।