ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা পুলিশ সদস্য নিহত হওয়ার দাবিটি মিথ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা পুলিশ সদস্য নিহত হওয়ার দাবিটি মিথ্যা

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয় গত ৩ আগস্ট। পরদিন ৪ আগস্ট বিভিন্ন জায়গায় ছাত্র-জনতাকে দমনে মারমুখী হয় পুলিশ।

এরমধ্যেই খবর বের হয়, সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক পুলিশ সদস্য নিহতের গুজবও ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি যাচাইয়ে দেখা যায়, সেখানে অন্তঃসত্ত্বা কোনো পুলিশ সদস্য প্রাণ হারাননি। মাঝে কিছুদিন বিষয়টি নিয়ে আর আলোচনা না হলেও সম্প্রতি পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও হত্যা মামলার পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। যেখানে আবারও অন্তঃসত্ত্বা পুলিশ সদস্য নিহত হওয়ার দাবি করা হয়।

এ দাবিটিকে মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফ্যাক্ট চেক উইং। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামে পেজটিতে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়। যাতে লেখা হয়েছে, ‘সিরাজগঞ্জে গর্ভবতী পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার দাবিটি মিথ্যা। ইতোমধ্যেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তালিকায় কোনো নারী পুলিশ নিহতের তথ্য নেই। একটি জাতীয় দৈনিকের ফ্যাক্ট চেক বিভাগও গত আগস্ট মাসে দাবিটি যাচাই-বাছাই করে মিথ্যা বলে প্রমাণ পেয়েছে। ’

সামাজিক যোগাযোগমাধ্যমে যে নারীর ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা পুলিশ সদস্য নিহত হওয়ার গুজব ছড়ানো হয়েছে তিনি এনায়েতপুর থানায় দায়িত্ব পালন করতেন না। ফ্যাক্ট চেকার সংস্থা ‘রিউমার স্ক্যানার’ এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে বলেছে, এনায়েতপুরে নিহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে কোনো নারী সদস্য ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটিও ভিন্ন এক নারী পুলিশ সদস্যের। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

এছাড়া, অন্তর্বর্তী সরকার ও পুলিশ সদর দপ্তরের প্রকাশিত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নিহত পুলিশ সদস্যদের তালিকায় এনায়েতপুর থানার পাশাপাশি পুরো পুলিশ বাহিনীতে কোনো নারী পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।