ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরও ৫ সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরও ৫ সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন হচ্ছে

ঢাকা: রাষ্ট্র সংস্কারে আরও পাঁচটি কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আগামী রোববারের মধ্যে এসব কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদ সভায় আলোচনার বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  

প্রজ্ঞাপন জারি হতে যাওয়া সংস্কার কমিশনগুলো হলো স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন।

এর আগে ছয়টি সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। আগের ছয়টি কমিশন হলো নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।