ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন ২২ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন ২২ ডিসেম্বর

খুলনা: মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২২ ডিসেম্বর দ্বি-বার্ষিক নির্বাচন ও ২১ ডিসেম্বর দ্বি-বার্ষিক সাধারণ সভার ঘোষণা করা হয়। এছাড়া ইউনিয়নের সিনিয়র সদস্য জি এম রফিকুল ইসলামকে চেয়ারম্যান এবং এইচ এম আলাউদ্দিন ও মিজানুর রহমান মিল্টনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, ইউনিয়নের  সদস্য ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মূহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহ-সাধারণ সম্পাদক এস এ হাসান, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, সিনিয়র সদস্য কাজী মোতাহার রহমান বাবু, মাসুদুর রহমান রানা, এরশাদ আলী, মিজানুর রহমান মিল্টন, সৈয়দ তারিকুল ইসলাম, আতিয়ার পারভেজ, কে এম জিয়াউস সাদাত, সাইফুল ইসলাম বাবলু, নূরুল ইমাম খান মিটু, জি এম রফিকুল ইসলাম, ড. ফোরকান আলী, মো. জাকিরুল ইসলাম, এস এম মাহবুবুর রহমান, দ্বীন মোহাম্মদ রেজা সোহাগ, সেখ ইউসুফ আলী, নাজমুল হক পাপ্পু, মাশরুর মোর্শেদ, সামশুল আলম খোকন, মাকসুদ আলী, হুমায়ুন কবির, মাহবুবুর রহমান মুন্না, কামরুল ইসলাম, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, নূর ইসলাম রকি, এম হেফজুর রহমান, আতাহার হোসেন জোয়ার্দ্দার, মো. আনিস উদ্দিন, কামরুল হোসেন মনি, এম এ জলিল, আবুল হাসান শেখ, আমিরুল ইসলাম, স ম গোলাম মোস্তফা, খায়রুল আলম, মো. আবুল বাশার, ইয়াসিন হোসেন, এস এ মানিক, মো. সেলিম গাজী প্রমুখ।

সভায় ইউনিয়নকে গতিশীল করতে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে এমইউজে খুলনার সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য, ইউএনবির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, এমইউজে খুলনার সিনিয়র সদস্য দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি মুনির উদ্দিন আহমেদ, সিনিয়র সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী ও দৈনিক অনির্বাণের চিফ ফটো সাংবাদিক আবুল হাসান শেখের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়া এমইউজে খুলনার সাবেক সভাপতি শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন, বিএফইউজের সভাপতি মরহুম রুহুল আমিন গাজী, সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী, এমইউজে খুলনার সাবেক সভাপতি মরহুম সম্পাদক কামরুল মুনীর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ, সরদার আব্দুস সাত্তার, এটিএম রফিক, কাজী আমান উল্লাহ, এস কে মহবুব হোসেন, মোক্তার আহমেদ, বুলু আহমেদ ও কে এম আমিনুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।