ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আ. লীগের আমলে বছরে পাচার হয়েছে ১৫ বিলিয়ন ডলার’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
‘আ. লীগের আমলে বছরে পাচার হয়েছে ১৫ বিলিয়ন ডলার’ 

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রতিবছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।  

তিনি বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব, তবে তা সময়সাপেক্ষ।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে পাচার হওয়া অর্থ ও তা উদ্ধারের উপায় শীর্ষক সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক এ কথা বলেন।

বাণিজ্যের নামে অর্থপাচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। তবে তা সময়সাপেক্ষ। অর্থপাচার বন্ধে রাজনীতি, আমলাতন্ত্র ও ব্যবসা খাতকে আরো দায়িত্বশীল হতে হবে।  

টিআইবির এই নির্বাহী পরিচালক বলেন, যে দেশে অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সঙ্গে আইনি চুক্তি ও সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে সরকারকে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
ইএসএস/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।